ছবির মতো সাজানো বেইজিং

সড়ক পথ থেকে তোলা দৃশ্য ভ্রমণ ছবির মতো সাজানো বেইজিং ইয়াসমিন হোসেন   তাকালেই অবাক দৃশ্য। ছবির মতো। সাজানো গোছানো। রীতিমত রঙ্গিন। বিশ্বের শীর্ষ জনবহুল দেশ , কিন্তু রাস্তাঘাটে কোন ভিড় নেই। জ্যাম নেই। রাস্তা যেন এক - একটা সুবিশাল ঘোড়দৌড়ের মাঠ। পায়ে হেঁটে এপার - ওপার হতে প্রায় মিনিটখানেক লেগে যায়। দুই পারে থাকা সবুজ সিগন্যাল বাতি জ্বললেই কেবল পারাপার হওয়া যায়। সিগন্যাল বাতি লাল না হওয়া পর্যন্ত ( পারাপার পথে মানুষ থাকুক না থাকুক ) সব ধরণের যানবাহন ঠায় দাঁড়িয়ে থাকবে। সবকিছুই অত্যাধুনিক এবং বিদ্যুতচালিত। এনালগ বলতে কিছু নেই। আর , যা কিছু আছে সব ঝকঝকে তকতকে। কোন ধুলো - বালির অস্তিত্ব নেই। অকল্পনীয় মসৃন সড়কগুলোতে নানা রঙের হরেক রকম যানবাহন। বৈদ্যুতিক বাইক। মানুষগুলোও আরও রঙ্গিন , ঠিক পুতুলের মতো। এমনিতেই এরা দেখতে অতি সুন্দর। পরণে চমৎকার চমৎকার বাহারি পোশাক। কোন ময়লা নেই। ভাজও নেই। যেন এক্ষুণি ইস্ত্রি করে পরিধান করা হয়েছে। সড়ক ও যানবাহনগুলোতে অসম্ভব সুন্দর চেহা...